-6896f4eac949d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খুলনার পাইকগাছার কপিলমুনির তালতলা এলাকায় প্রায় তিন হাজার তালগাছের বীজ রোপণ করেছে বিএনপি। শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ সংবাদ সংস্থা–বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন এ কর্মসূচির উদ্বোধন করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ তালবীজ রোপণ করা হয়। এতে সহযোগিতা করেন স্থানীয় বিএনপি নেতা শেখ জাকির হোসেন ও শহিদুল ইসলাম হাওলাদার।
অনুষ্ঠানে আনোয়ার আলদীন বলেন, উপকূলীয় এ অঞ্চলে বজ্রপাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব তীব্র আকার ধারণ করেছে। তালগাছ বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি প্রতিটি গ্রামে তালগাছের পাশাপাশি নারকেল ও সুপারি গাছ রোপণ করে বজ্রপাত প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
তরিকুল ইসলাম/এআরএস