Logo

সারাদেশ

খাগড়াছড়িতে আদিবাসী দিবসে পৃথক র‍্যালি ও সমাবেশ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৩:১৮

খাগড়াছড়িতে আদিবাসী দিবসে পৃথক র‍্যালি ও সমাবেশ

ছবি : বাংলাদেশের খবর

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে দুটি সংগঠন পৃথকভাবে র‍্যালি ও সমাবেশ করেছে।

শনিবার (০৯ আগস্ট) সকালে আদিবাসী উদযাপন কমিটির আয়োজনে সূর্যশিখা ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগড়াপুর জেবিসি কমিটি সেন্টারে সমাবেশে মিলিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ’।

সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক সাথোঅং মারমা এবং প্রধান অতিথি ছিলেন সমাজসেবক সুধাকর ত্রিপুরা।

অন্যদিকে, একই দাবিতে আদিবাসী ফোরাম খাগড়াছড়ির উদ্যোগে ইয়ং ড বৌদ্ধবিহার থেকে র‍্যালি বের হয়ে পৌর শাপলা চত্বরে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি চাইথোয়াইং মারমা।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সমাবেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর