পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে তিন কৃষক অপহৃত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনি:
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৩:২৪
-6896f79a449b3.jpg)
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীরা তিন কৃষককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দিয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে কেলিশহর ইউনিয়নের ঘুনা পাহাড় এলাকা থেকে মফজল আহমদের ছেলে মো. নাছের (৪০), দুলাল শীলের ছেলে পলাশ শীল (৩৩) ও মৃত সুশীল শীলের ছেলে রাজু শীলকে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।
পরে পলাশ ও রাজুর পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা এবং নাছেরের পরিবারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
অপহৃতদের স্বজনরা জানান, সন্ত্রাসীরা তাদের বেদম মারধর করেছে। নাছেরকে পরে পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, তিনজন অপহরণের শিকার হওয়ার তথ্য তিনি পেয়েছেন।
ইমরান হোসেন মুন্না/এআরএস