Logo

সারাদেশ

গাজীপুরে সাংবাদিক হত্যা : গ্রেপ্তার আসামির দায় স্বীকার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৩:৫১

গাজীপুরে সাংবাদিক হত্যা : গ্রেপ্তার আসামির দায় স্বীকার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৯ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি কে এম এ. মামুন খান চিশতী জানান, ঘটনার দিন একটি সংঘবদ্ধ চক্রের নারী সদস্য বাদশাহ নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিল। বাদশাহ ওই নারীকে আঘাত করলে চক্রের অন্যান্য সদস্যরা ছুরি নিয়ে তার পিছু ধাওয়া করে। এসময় সাংবাদিক তুহিন ঘটনাটি ভিডিও করছিলেন। বিষয়টি বুঝতে পেরে চক্রের সদস্যরা তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে হত্যা করে।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ ও স্বাধীনসহ গ্রেপ্তারদের প্রাথমিক জবানবন্দিতে এ তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত শেষে হত্যার পূর্ণাঙ্গ কারণ জানা যাবে।

এর আগে এ ঘটনায় প্রথমে ৪ জন এবং পরে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা ও ময়মনসিংহের গফরগাঁওয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী বেগম, সুমন (ভবানীপুরের উত্তরা এলাকা), আলআমিন (হোতাপাড়া), স্বাধীন ও শাহজালাল (গফরগাঁও) এবং ফয়সাল হাসান (মহানগরের চান্না এলাকা)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সবার বিরুদ্ধেই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে।

এনএমএম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর