Logo

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৪:৪৭

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ChatGPT said:

গাজীপুরের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যা করর ঘটনা দেশে সংবাদমাধ্যম ও সাংবাদিক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

ফেনী : গাজীপুরে দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী।

শনিবার ফেনী শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও নিউজ টুয়েন্টি ফোরের ফেনী প্রতিনিধি ইয়াছিন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারা। তারা সাংবাদিকদের নিরাপত্তা ও দ্রুত বিচার দাবি করেন।

জামালপুর : তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জামালপুর প্রেসক্লাব মানববন্ধন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রেসক্লাব রোডে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি হাফিজ রায়হানসহ সাংবাদিক নেতারা।

নান্দাইল (ময়মনসিংহ) : গাজীপুরের চান্দুরায় তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নান্দাইলে উপজেলা চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা দ্রুত গ্রেপ্তার ও সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। শামছ-ই তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিকরা।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : তুহিনের হত্যার প্রতিবাদে এবং দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুলিয়ারচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক নেতারা সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানান। কর্মসূচিতে দৈনিক ইত্তেফাক, মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেন।

শ্যামনগর (সাতক্ষীরা) : তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাব মানববন্ধন করে। সভাপতিত্ব করেন সভাপতি অধ্যাপক ছামিউল ইমাম আযম মনির। বক্তারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। মানববন্ধনে শতাধিক সাংবাদিক অংশ নেন।

চন্দনাইশ (চট্টগ্রাম) : গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার চেষ্টা ও সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে চন্দনাইশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের পদক্ষেপ জরুরি বলে জানান। প্রবীণ সাংবাদিক মাষ্টার নুরুল আলমের সভাপতিত্বে এবং জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় মানববন্ধনে অনেকে বক্তব্য রাখেন। বক্তারা অপরাধীদের দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

পলাশ (নরসিংদী) : গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পলাশ উপজেলা প্রেসক্লাব শনিবার মানববন্ধন করেছে। প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের ওপর হামলা গণমাধ্যম স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর আঘাত। গত ৭ আগস্ট তুহিন চাঁদাবাজির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। একই দিনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর