গজারিয়ায় ট্রেইলারের ধাক্কায় শিশু নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৪:৫৩
-68970c731ebe2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রেইলারের ধাক্কায় দেয়াল ধসে শিশুশিক্ষার্থী সারাফাত (৭) নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ও জামালদী-হোসেন্দী সড়কের সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করা হয়েছে।
শনিবার (০৯ আগস্ট) সকাল হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দিলে শুকরিয়া মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে ট্রেইলারের ধাক্কায় দেয়াল ধসে সারাফাত নিহত হয় এবং জামিয়া (৬) নামে আরেক শিশু আহত হয়। দীর্ঘদিন সড়ক অবনতি ও যান চলাচলে অসুবিধার কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
প্রতিবাদ সমাবেশে পাঁচ দফা দাবি জানানো হয়, যার মধ্যে রয়েছে— নিহত শিশুর ক্ষতিপূরণ ও দোষীদের বিচার, ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নসহ সড়ক সংস্কার, পুলিশি টহল বৃদ্ধি এবং সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধ ঘোষণা।
এআরএস