Logo

সারাদেশ

শের-ই-বাংলা মেডিকেলে দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের আহ্বান

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২০:৪১

শের-ই-বাংলা মেডিকেলে দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের আহ্বান

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে ভয়াবহ অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির শিকার বলে দাবি করেছে ‘বরিশাল পাঠক ফোরাম’। প্রতিষ্ঠানটির সেবা ব্যবস্থায় গঠনমূলক সংস্কারের মাধ্যমে রোগীদের মৌলিক চিকিৎসা অধিকার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ আহ্বান করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ফোরামের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালের চিকিৎসা প্রদানে চিকিৎসকদের অবহেলা, নার্স ও আয়াবুয়াদের রোগী ও তাদের স্বজনদের নিকট অর্থ দাবি, হাসপাতালের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা সমস্যার কারণে রোগীরা মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের ভেতরে দালালদের অবাধ বিচরণ ও নিম্নমানের প্রযুক্তি ব্যবহার করেও রোগীদের কাছ থেকে অর্থ আদায় ব্যাপক কষ্ট সৃষ্টি করছে।

বরিশাল পাঠক ফোরাম জানিয়েছে, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম ও দুর্নীতির কারণে রোগীরা প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। তারা বলেছে, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, যা দেশের প্রতিটি সরকারি হাসপাতালে নিশ্চিত করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

ফোরামের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে

১. হাসপাতালের চিকিৎসা ও সেবা ব্যবস্থার তাৎক্ষণিক সংস্কার।
২. চিকিৎসক, নার্স ও আয়াবুয়াদের অবহেলা ও ঘুষ গ্রহণের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া ও প্রয়োজনে বহিষ্কারাদেশ দেওয়া।
৩. হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।
৪. দালালদের অনুপ্রবেশ ও তৎপরতা সম্পূর্ণরূপে বন্ধ করা।
৫. আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল দিয়ে রোগীদের বিনামূল্যে ও মানসম্মত চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা।

এই দাবি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা অধিকার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বড় সংকটের মুখোমুখি হতে হবে।

এদিকে, বরিশালের সাধারণ শিক্ষার্থী ও জনতার ‘শেবাচিম সংস্কারের’ কর্মসূচিকে তারা সাধুবাদ জানিয়ে এই আন্দোলনকে স্বাস্থ্যখাতে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে মূল্যায়ন করেছে।

সরকারি পর্যায়ে দ্রুত পদক্ষেপের মাধ্যমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর