Logo

সারাদেশ

মুখে কালো কাপড় বেঁধে ঝিনাইদহে সাংবাদিকদের মৌন মিছিল

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৩:০১

মুখে কালো কাপড় বেঁধে ঝিনাইদহে সাংবাদিকদের মৌন মিছিল

মুখে কালো কাপড় বেঁধে ঝিনাইদহে সাংবাদিকদের মৌন মিছিল। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ণের প্রতিবাদে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শহরের এইচএসএস সড়কের মোল্লা ভবনস্থ সংগঠনের কার্যালয় থেকে শুরু হওয়া মৌন মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে অবস্থান বিক্ষোভ করে।

এতে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এম আর রাসেল, সদস্যসচিব শেখ ইমন, ঝিনাইদহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, প্রবীণ সাংবাদিক দেলোয়ার কবীর, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, সাংস্কৃতিক কর্মী শাহানুর রহমান লিটন, অ্যাডভোকেট আসাদুল ইসলাম, সংগঠক ও গবেষক সুজন বিপ্লবসহ জেলার বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান সব ধরনের হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয়।

এম বুরহান উদ্দীন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর