Logo

সারাদেশ

চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:২০

চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাজারে দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে ব্র্যাক অফিস প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

‘দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ’ শীর্ষক ক্যাম্পে ৪০ বছরের বেশি বয়সী দরিদ্র, নারী, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়।

বিনামূল্যে চোখের পরীক্ষা, চশমা বিতরণ, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রোগী রেফারের ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জহুরুল ইসলাম (আরএম ফরিদপুর-২), আব্দুর রাজ্জাক (এ,এম ভাঙ্গা), মোহাম্মদ আলমগীর হোসেন (শাখা ব্যবস্থাপক, চুমুরদী বাজার), মোহাম্মদ হালিম মোল্লা (রিজনাল কো-অর্ডিনেটর, ফরিদপুর), মোহাম্মদ জামির আলী (ডিভিশনাল কো-অর্ডিনেটর, ফরিদপুর), মোঃ মতিয়ার মাতবর (স্থানীয় জনপ্রতিনিধি) এবং মোহাম্মদ আজাহার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রায় ৩০০ রোগী সেবা নেন এবং ২৫০ জনের মধ্যে চশমা বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালানো হবে।

অপূর্ব অসীম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর