Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:২৩

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এই কর্মসূচি পালন করে।

সাংবাদিক নেতারা বলেন, তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত করেছে। এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাবে।

তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং সেজন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বদিউজ্জামান রাজাবাবু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর