Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:২৭

খাগড়াছড়িতে ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে বাজার ব্যবস্থাপনা উন্নয়ন ও ফুটপাত অবমুক্ত করার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে অরুণিমা কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে চিরাই কাঠ, আবাসিক হোটেল, গ্রীল ওয়ার্কশপ এবং মেহেদীবাগ সমাজ কল্যাণ সমিতির সহায়তায় এ সভা হয়।

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুছের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা। সভায় বক্তারা ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, কেউ ফুটপাত দখল করে জনভোগান্তি সৃষ্টি করলে পৌর প্রশাসন, ব্যবসায়ী সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে ব্যবস্থা নেওয়া হবে।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর