নীলফামারীতে আনসারের উদ্যোগে ১৬ ব্যবসায়ীর পুনর্বাসন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:৩৫
-689883f42787a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নীলফামারীর শাখামাছা বাজারে মাটি ভরাটকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া।
রোববার (১০ আগস্ট) দুপুরে ব্যবসায়ীদের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এই কাজ শুরু করে।
এ সময় সার্কেল অ্যাডজুট্যান্ট জোসনা বেগম ও ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ রায় উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ১৯৮৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বড় বাজার কিচেন মার্কেটের ৭০ শতাংশ জায়গা আনসারের দখলে ছিল। করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেখানে স্থানীয় কাঁচামাল আড়তদারদের ব্যবসার সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে আনসারের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য পাশের এলাকায় ব্যবসায়ীদের পুনর্বাসন কর্মসূচি নেয়া হয়।
প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে খাল ভরাট করে ১৬ জন ব্যবসায়ীকে পুনর্বাসন করা হচ্ছে বলে জানান জেলা কমান্ড্যান্ট।
তৈয়ব আলী সরকার/এআরএস