কালীগঞ্জে নুবহা জেনারেল হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:৫৪
-68988882b0495.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে নুবহা জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান চালানো হয়। ‘দি মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’-এর ১৩ ধারা এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারা অনুযায়ী হাসপাতালের পরিচালক মো. মিলন মিয়াকে জরিমানা করা হয়।
অভিযানকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, থানার এসআই সেলিম মিয়া, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২০ জুলাই ওই হাসপাতালের অবহেলায় এক শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা সিভিল সার্জন কার্যালয় তদন্তে নেমে পরিদর্শন কমিটি গঠন করে। তদন্ত চলাকালে হাসপাতালটিকে এ জরিমানা করা হলো।
রফিক সরকার/এআরএস