Logo

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে বগুড়া সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৯:৫০

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে বগুড়া সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া রোববার (১০ আগস্ট) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিল শহরের জিরোপয়েন্ট সাতমাথায় এসে শেষ হয়। মানববন্ধনে বক্তারা আদালতে পুলিশ হেফাজতে আসামীদের অব্যবস্থাপনা ও ধৃষ্টতাপূর্ণ আচরণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ বিভিন্ন সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

তারা দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি করেন।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর