সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:২১
-6898aae45d583.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো একযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
কর্মসূচিতে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর আইন প্রণয়েরও দাবি জানান তারা। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
ফেনী : ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সার সঞ্চালনায় বক্তব্য রাখেন একেএম আবদুর রহিম, কামাল উদ্দিন ভূঁইয়া, শাহজালাল ভূঁইয়া, দিদারুল আলম প্রমুখ।বক্তারা বলেন, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সাংবাদিকদের সুরক্ষায় পৃথক আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় নিরাপত্তার দাবি জানান তারা।
শেরপুর : শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ হাসান বাদল, দেবাশীষ সাহা রায়, মনিরুজ্জামান রিপন, জুবাইদুল ইসলাম প্রমুখ। বক্তারা জানান, গত ৩০ বছরে দেশের ৩৫ জন সাংবাদিক নিহত হয়েছেন, কিন্তু বিচার হয়নি। তারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার দ্রুত বিচার করবে এবং দৃষ্টান্ত সৃষ্টি করবে। মানববন্ধনে প্রায় অর্ধশত সাংবাদিক ও সামাজিক নেতারা অংশগ্রহণ করেন।
বরিশাল : বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল আহ্বায়ক রাকিবুল হাসান খান, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, জামায়াতে ইসলামী উপজেলার আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মো. রহমাতুল্লাহ। বক্তারা হত্যাকাণ্ড সরকারের লজ্জা হিসেবে বর্ণনা করে খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। পেশাগত দায়িত্ব পালনকারীদের নিরাপত্তায় সাংবাদিক সুরক্ষা আইন প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন, তুহিন হত্যার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা স্তব্ধ করার চেষ্টা চলছে। তারা হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনও অংশ নেন।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জানির নেতৃত্বে মানববন্ধন হয়। সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল উপস্থিত থেকে বক্তৃতা করেন। বক্তারা সাংবাদিকদের ওপর আক্রমণ রোধে কঠোর পদক্ষেপ ও সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সাংবাদিকরা বলেন, গণমানুষের কণ্ঠস্বর সাংবাদিকরাই তুলে ধরেন, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মদন (নেত্রকোনা) : মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল ও সদস্য মোশাররফ হোসেন বাবুলের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা মোতাহার আলম চৌধুরী, তোফাজ্জল হোসেন প্রমুখ। বক্তারা তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনি হত্যার মতো প্রহসনে না পরিণত হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়নের দাবি জানানো হয়।
মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখসাদী সরকার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলের নেতৃত্বে মানববন্ধন হয়। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি এনামুল হক, বিএনপি সভাপতি অধ্যাপক গোলাম রাব্বানী, সাবেক প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী প্রমুখ। বক্তারা সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর আইন প্রণয়ন ও কঠোর প্রয়োগের আহ্বান জানান। সাংবাদিকদের ওপর আঘাত গণতন্ত্রের ওপর আঘাত বলে উল্লেখ করেন তারা।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি ওবায়দুল আলম সম্রাট এবং সাধারণ সম্পাদক সাইফুল্লাহ শামীম মানববন্ধনের নেতৃত্ব দেন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী বক্তব্য দেন। বক্তারা তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে উল্লেখ করে দ্রুত বিচারের দাবি জানান। তারা সাংবাদিকদের নিরাপত্তায় বিশেষ আইন প্রণয়নের পাশাপাশি হত্যাকারীদের ফাঁসির দাবিও করেন।
ধামরাই (ঢাকা) : ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি প্রতিনিধি আব্দুল রশিদ তুষার, সাধারণ সম্পাদক আ. কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন রুবেল মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
বীরগঞ্জ (দিনাজপুর) : বীরগঞ্জের সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বিএনপি নেতা মো. মনজুরুল ইসলাম, কাহারোল প্রতিনিধি সুকুরায় রায়, যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক নেতারা সরকারের প্রতি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত করা গণতন্ত্র ও আইনের শাসনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সামসুদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি ও সহ-সাধারণ সম্পাদক শেখ মো. সোহাগ নেতৃত্বে মানববন্ধন হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি এস কে সিরাজ, সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা এড আশেক ই এলাহী মুন্না মানববন্ধনে বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।
লালমোহন (ভোলা) : লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন, প্রতিনিধি আজিম উদ্দিন খান, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো. ইউসুফ আহমেদ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, তুহিনকে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় হত্যা করা হয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
আনোয়ারা (চট্টগ্রাম) : দৈনিক দেশের কথা নির্বাহী সম্পাদক আবদুল নুর চৌধুরী, দৈনিক ঈশানের সাবেক প্রতিনিধি এম নজরুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. বদরুল হক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি করেন। সাংবাদিকদের কলম থামানো যাবে না উল্লেখ করে, হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। সামাজিক ঐক্যের মাধ্যমে আগের মত বিভাজন রোধে সজাগ থাকার আহ্বান জানান।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাটে সাংবাদিক মো বাবুল হোসেন, খালেদ আহমদ শামসুল আলম পনির, মাজহারুল ইসলাম মিশু মানববন্ধনে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে বর্ণনা করে দ্রুত বিচার ও ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। আহত সাংবাদিকের উন্নত চিকিৎসারও দাবি তোলেন তারা।
এআরএস