রংপুরে মহাসড়কে অবৈধ সিএনজি বন্ধে পুলিশের অভিযান

রংপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:২৬
-6898ac2003167.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মহাসড়কে অনুমোদনবিহীন সিএনজি চলাচল বন্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ যৌথ অভিযান চালিয়েছে। আইন অনুযায়ী মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও রংপুর-কুড়িগ্রাম, দর্শনা-ভেন্ডাবাড়ী, টার্মিনাল-বদরগঞ্জ এবং বাংলাদেশ ব্যাংকের মোড়-লালমনিরহাট সড়কে এসব যানবাহন অবাধে চলছিল।
রোববার (১০ আগস্ট) বিকেলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আব্দুল রশিদ, এডিসি লিমন রায়, এসি (ট্রাফিক-দক্ষিণ) শফিকুল ইসলাম, এসি (ট্রাফিক-উত্তর) আবু সাঈদ এবং বিআরটিএ কর্মকর্তারা।
পুলিশের কর্মকর্তারা জানান, এসব সিএনজির বেশিরভাগেরই বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নেই। মহাসড়কে যানজট ও দুর্ঘটনা এড়াতে এ অভিযান অব্যাহত থাকবে।
সাহানুর রহমান/এআরএস