মিরসরাইয়ে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৩১
-6898ad27ca8ff.jpg)
সাংবাদিক আশরাফ উদ্দিন। ছবি : সংগৃহীত
দৈনিক ভোরের দর্পণ–এর সাংবাদিক আশরাফ উদ্দিনকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মী ইকবাল হোসেন ইমনের (২৮) বিরুদ্ধে। রোববার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রামের মিরসরাই পৌরসদরের কাশেম শপিং সেন্টারের নিচতলায় এ হুমকি দেওয়া হয়।
আশরাফ উদ্দিন বলেন, সম্প্রতি মিঠাছড়া বাজারের চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদককারবারিদের নিয়ে জনবাণী প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর ইমন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ধাঁচে অপহরণ ও হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, এ বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস