‘কেসিনো ধ্বংস, কেসিনো মৃত্যু’—ডায়েরি লিখে যুবকের আত্মহত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৩৪
-6898b534d8ff7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাভারের আশুলিয়ায় রাব্বি (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে নরসিংহপুর মানিকগঞ্জ পাড়া কবরস্থান রোডের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত রাব্বি নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ বালাপাড়ার ছবির আলীর ছেলে।
পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে লেখা ছিল— ‘অনেক চেষ্টা করেছি, কেসিনো থেকে বাঁচতে পারলাম না’, ‘কেসিনো জীবন শেষ, কেসিনো ধ্বংস, কেসিনো মৃত্যু—তাই যুবসমাজ সাবধান’।
স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি জুয়া ও মাদকে জড়িয়ে পড়েছিলেন এবং ঋণে ডুবে গিয়েছিলেন। হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
আশুলিয়া থানার এসআই দেওয়ান রমজান আলী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
হাসান ভূঁইয়া/এআরএস