Logo

সারাদেশ

মিরসরাইয়ে বিএসআরএমে হামলার মামলায় হক সাবসহ গ্রেপ্তার ৪

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৩৭

মিরসরাইয়ে বিএসআরএমে হামলার মামলায় হক সাবসহ গ্রেপ্তার ৪

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের মিরসরাইয়ে রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় সশস্ত্র হামলার মামলায় একাধিক মামলার আসামি হক সাব (২৭) সহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার বিকেলে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা শহরের লাবণী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে হস্তান্তর করে। তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন—মো. আবু সাইদ (২৭), মো. ইউসুফ ওরফে ডাক্তার (২৬) ও এমরান হোসেন (২৬)। র‌্যাব জানায়, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসায় জড়িত।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, হক সাবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, পৃথক তিনটি মামলায় পরোয়ানা এবং মোট ২৪টি মামলার অভিযোগ রয়েছে। অপর আসামিরাও একাধিক মামলার এজাহারনামীয়। রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিএসআরএম কারখানায় ১ আগস্ট রাতে সশস্ত্র হামলার ঘটনায় হক সাবকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫২ জনকে আসামি করে মামলা করেছিল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর