Logo

সারাদেশ

ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৪০

ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

নীলফামারীর ডোমারে নিজ ঘর থেকে রকি (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে এবং ডোমারের একটি মোটরসাইকেল শোরুমে কর্মরত ছিলেন।

রোববার (১০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। দুপুরে পরিবারের সদস্যরা তাকে শোবার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয়রা ঘটনাটিকে সন্দেহজনক মৃত্যু বলে মনে করছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর