পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৪৩
-6898aff85eff2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (দ্বিতীয় ব্যাচ) নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকালে শহরের ‘ডাক দিয়ে যাই’ এনজিও অডিটোরিয়ামে এ আয়োজন হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। অনুষ্ঠানে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর বক্তব্য রাখেন কয়েকজন শিক্ষক।
সভাপতির বক্তব্যে উপাচার্য শহীদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভর্তি হওয়াটা শুধু সফলতার প্রথম ধাপ, সামনে আরও বড় লক্ষ্য অপেক্ষা করছে। তিনি আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এআরএস