কুলাউড়ায় বিএনপির কমিটিতে বিতর্কিতদের রাখা নিয়ে ক্ষোভ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৪৭
-6898b1147f18d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএনপির তিনটি ওয়ার্ড কমিটিতে বিতর্কিত ও আওয়ামী লীগঘনিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগে জেলা বিএনপি সেগুলো বাতিল করে পাঁচ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল।
তবে উপজেলা বিএনপি সেই নির্দেশ উপেক্ষা করে পূর্বের বিতর্কিত ব্যক্তিদেরই রেখে নতুন কমিটি গঠন করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১০ আগস্ট) কুলাউড়ার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত খান লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
তিনি জানান, ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগঘনিষ্ঠ ফখরুল ইসলামকে আবারও সভাপতি করা হয়েছে এবং শফিক উদ্দিন, সাহেদ মিয়া, আব্দুল লতিফ লাকি ও ময়নুল হক সোনাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও জেলা নেতাদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জিয়াউল হক/এআরএস