দুদকের গণশুনানিতে ভুয়া বিশ্ববিদ্যালয় পরিচালক আটক

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৫০
-6898b1b7520db.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে প্রতারণার অভিযোগের ভিত্তিতে ‘প্রফেশনাল ইউনিভার্সিটি’ নামে ভুয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) টিটু মিলনায়তনে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
গণশুনানিতে এক যুবক ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করলে দুদক চেয়ারম্যান তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা ও বগুড়া সদর থানার ওসি হাসান বাসিরের উপস্থিতিতে পরিচালক সোহেল মন্ডল ও সহযোগী রাসেলকে আটক করা হয়। তারা বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার বাসিন্দা।
এদিন গণশুনানিতে ৩২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৭টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৫৭টি বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন দুদক চেয়ারম্যান এবং বাকি অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
জুয়েল হাসান/এআরএস