শ্রীপুরে জুলাই যুদ্ধাদের তালিকা সংশোধনের দাবিতে সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৫৯
-6898b3db397fb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে জুলাই যুদ্ধাদের নামের তালিকা সংশোধনের দাবিতে রোববার (১০ আগস্ট) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় দুই শতাধিক ছাত্র-জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। পরে শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং সড়ক খুলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, শ্রীপুরের জুলাই যুদ্ধাদের তালিকা ত্রুটিপূর্ণ, সেখানে অনেক ভুয়া নাম অন্তর্ভুক্ত রয়েছে, প্রকৃত যোদ্ধাদের নাম বাদ পড়েছে। তারা দ্রুত তালিকা যাচাই-বাছাই করে সংশোধনের দাবি জানিয়েছেন।
ওসি বারিক জানান, সড়ক অবরোধ বন্ধে পুলিশের পক্ষ থেকে সময়মতো ব্যবস্থা নেওয়া হয়েছে।
আতাউর রহমান সোহেল/এআরএস