Logo

সারাদেশ

স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ ও সেবা নিশ্চিতকরণের দাবি নিয়ে বরিশালে বিক্ষোভ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:১৬

স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ ও সেবা নিশ্চিতকরণের দাবি নিয়ে বরিশালে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

সরকারি হাসপাতালে রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বরিশাল-ঢাকা মহাসড়কে রোববার (১০ আগস্ট) অবরোধ কর্মসূচি পালন করেন।

বেলা সাড়ে ১১টা থেকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া এ অবরোধে রাজধানীসহ দক্ষিণাঞ্চলের অন্তত ছয় জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সকাল থেকে মহাসড়ক অবরোধের জন্য জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। পুলিশ ও র‌্যাবের উপস্থিতিতে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরে গেলে অবরোধ শুরু হয়। টানা ১৫ দিন ধরে চলা আন্দোলনের চতুর্থ দিনের এ কর্মসূচি পরিচালনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অবরোধকারীরা সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধ এবং স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কার্যকর ভূমিকা গ্রহণসহ তিন দফা দাবি তুলেছে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে, আশা করা যায় দ্রুত অবরোধ উঠবে। তবে আন্দোলনকারীরা স্বাস্থ্য উপদেষ্টার লিখিত প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন।

অবরোধের কারণে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ায় যাত্রী ও পরিবহনচালকদের দুর্ভোগের মাত্রা বেড়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর