কুমিল্লা সীমান্তে ৩ লাখ সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট জব্দ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:১৯
-6898b877500d7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা সীমান্তে ৩ লাখ ৩১ হাজার ২০০ পিস অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট জব্দ করেছে। এ ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ৪৯ লাখ ৬৮ হাজার টাকা।
গত ৯ আগস্ট রাতে কুমিল্লা ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় বিজিবিরবাজার বিওপির অধীন কটকবাজার পোস্টের টহলদল এই মালামাল আটক করে। মাদকটি মালিকবিহীন অবস্থায় ছিল।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মাদক কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করেছে এবং মাদক ও চোরাচালান রোধে স্থানীয়দের সহযোগিতায় অভিযান অব্যাহত রাখবে।
সোহাগ/এআরএস