Logo

সারাদেশ

কুলাউড়ায় প্রাইভেটকার চুরির মামলায় আটক এক, অভিযান চলছে

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:৩০

কুলাউড়ায় প্রাইভেটকার চুরির মামলায় আটক এক, অভিযান চলছে

ছবি : বাংলাদেশের খবর

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) পৌরশহরের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয় এবং আব্দুল মো. হেলাল মিয়া (৩৫) নামের একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের ৫ আগস্ট রাতের কোনো এক সময় রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন সিতার মিয়ার উঠান থেকে গাড়িটি চুরি হয়। অভিযোগের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাড়ি উদ্ধার ও একজনকে আটক করে।

ওসি মো. ওমর ফারুক বলেন, ‘মামলা দায়ের করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চোরচক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর