রপ্তানি সংকটে মির্জাপুরে বার্ডস অ্যান্ড জেড লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:৪০
-6898bd76966be.jpg)
বৈদেশিক রপ্তানি সংকট ও অর্থনৈতিক মন্দার কারণে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত বার্ডস গ্রুপের অন্তর্ভুক্ত বার্ডস অ্যান্ড জেড লিমিটেড কারখানার উৎপাদন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে এক বছরের বেশি চাকরি করা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।
কারখানা কর্তৃপক্ষের নোটিশে জানানো হয়, কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দীর্ঘদিন ধরে বিদেশি রপ্তানি অর্ডারের তীব্র সংকট তৈরি হয়েছে।
সাব-কন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন চালানোর চেষ্টা করা হলেও তা বর্তমানে বন্ধ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটি ধারাবাহিক লোকসানে পড়েছে এবং নতুন কোনো রপ্তানি অর্ডার পাওয়া সম্ভব হচ্ছে না।
নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২(১) ও ১২(৮) ধারার ভিত্তিতে রোববার (১০ আগস্ট) থেকে সকল সেকশনের কাজ বন্ধ রেখে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের লে-অফ ঘোষণা করা হয়েছে। লে-অফকালে কর্মস্থলে হাজিরার প্রয়োজন নেই।
কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, শ্রমিকরা দুই ভাগে বিভক্ত হয়ে আন্দোলনের চেষ্টা করলে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ শ্রমিকরা শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে যোগাযোগ করে মালিকপক্ষকে আলোচনায় বসানোর চেষ্টা করেন।
ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
নোটিশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে বৈদেশিক রপ্তানি বা সাব-কন্ট্রাক্ট অর্ডার পাওয়া গেলে উৎপাদন শুরুর তারিখ ও সময় নোটিশের মাধ্যমে জানানো হবে।
রাব্বি ইসলাম/এআরএস