Logo

সারাদেশ

মাগুরায় কবরস্থান থেকে লাইট চুরির হিড়িক

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:৪৪

মাগুরায় কবরস্থান থেকে লাইট চুরির হিড়িক

ছবি : বাংলাদেশের খবর

মাগুরার ভায়না পৌর কবরস্থানে স্থাপিত ৯২টি মূল্যবান লাইট চুরি হয়েছে। লাইটগুলোর আনুমানিক মূল্য দুই লাখ ৭৬ হাজার টাকা। ঘটনাটি শুক্রবার থেকে নজরে আসে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোরস্থান কমিটি এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

কবরস্থানের খাদেম আবু বক্কার জানান, প্রথমদিন কিছু লাইট মেরামতের উদ্দেশ্যে সরানো হয়েছে ভেবেছিলেন, কিন্তু পরের রাতে সব লাইটই চুরি হয়ে গেছে।

প্রতিটি লাইটের ইলেকট্রিক তার সাবধানে টেপ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন, সিসি ক্যামেরার অভাবে চুরি রোধ সম্ভব হয়নি।

পৌরসভার ইঞ্জিনিয়ার মো. আহসান বারী জানান, নিরাপত্তার জন্য ইলেকট্রিক সুইচ বন্ধ রাখা হয়েছে এবং দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর