খাগড়াছড়িতে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শতাধিক পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৯:০৪
---2025-08-11T090131-68995db5d6ece.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে সাইল্যাচর বৌদ্ধ বিহার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা সড়ক বৃষ্টিতে খানাখন্দে পরিণত হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে শতাধিক পরিবারের প্রায় তিন থেকে চার শতাধিক মানুষ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কাঁচা সড়কটি বৃষ্টিতে গর্ত ও খানাখন্দে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
কৃষিনির্ভর এই জনপদে উৎপাদিত কৃষিপণ্য ও ফলফলাদি পরিবহন ও বাজারজাত, স্কুলকলেজের শিক্ষার্থীদের যাতায়াত কিংবা মুমূর্ষু রোগীকে হাসাপাতালে আনা-নেয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।
সাইল্যাচর এলাকাবাসী জানায়, যুগের পর যুগ এভাবেই বর্ষার মৌসুমে দুর্ভোগ পোহাচ্ছে এখানকার মানুষ। যেন দেখার কেউ নেই! এই সড়কে সরকারের উন্নয়নের ছিটেফোঁটাও পড়েনি কখনো' বলে স্থানীয়দের অভিযোগ। দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানায় এলাকাবাসীদের।
শিক্ষার্থী উষাপ্রু মারমা বলেন, সাইল্যাচর পাড়া এলাকা থেকে প্রাথমিকের অর্ধশতাধিক আর আমরা মাধ্যমিকের ৩০-৩৫ জন নিয়মিত এই কাঁচা সড়কে হেঁটে স্কুলে যাতায়াত করি। বর্ষার মৌসুমে যাতায়াত করতে খুবই কষ্ট হয়। কাদামাটিতে জামাকাপড় ও জুতা নষ্ট হয়ে যায়। অনেক সময় ক্লাস না করে বাসায় ফিরতে হয়।
স্থানীয় পাড়ার কার্বারী উসামং মারমা আক্ষেপ করে বলেন, ‘বর্ষার ছয় মাস একটি শিশুও ঠিকমতো স্কুলে যেতে পারে না। মানুষ অসুস্থ হলে প্রাচীন কালের মতো কাঁধে করে মূল সড়কে নিতে হয়। এ অভিশাপ থেকে আমরা মুক্তি চাই।’
স্থানীয় ইউপি সদস্য কংচাইরী মারমা বলেন, ‘এই সড়কটি সংস্কারে ইউনিয়ন পরিষদ ও এলজিইডির মাধ্যমে একাধিকবার প্রস্তাবনা পাঠানো হলেও কোন ফল মেলেনি।’
মানিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবতা কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বলেন, ‘এই সড়কটি আমরা পরিদর্শন করেছি, বরাদ্দ পাওয়া সাপেক্ষে যত দ্রুত সম্ভব এই সড়কটি সংস্কার করা হবে।’
- ছোটন বিশ্বাস/এমআই