Logo

সারাদেশ

বগুড়ায় নাশকতা মামলার আসামি প্রভাষক আমিনুল বার্মিজ চাকুসহ গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১২:৩৮

বগুড়ায় নাশকতা মামলার আসামি প্রভাষক আমিনুল বার্মিজ চাকুসহ গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ায় বার্মিজ চাকুসহ বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে শহরের স্টেশন রোডের ওয়াপদা এলাকা থেকে বার্মিজ চাকুসহ আমিনুল ইসলাম (৩৬)কে গ্রেপ্তার করা হয়েছে।

আমিনুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই-পশ্চিমপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

আটকৃত আমিনুল ইসলাম বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও ২০১৬ সালে বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বৈষম্যবিরোধী মামলার পলাতক আসামি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম বৈষম্যবিরোধী মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান মামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর