Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১২:৪০

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক। ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (১০ আগস্ট) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ফরিদ উদ্দিন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

অভিযানে একই এলাকার নাঈম নামে এক ব্যক্তির বাড়ি থেকে মদ, গাঁজা, ইয়াবা ও একাধিক সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফরিদের বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও নাঈমের বাড়ি থেকে মাদকদ্রব্যসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর