Logo

সারাদেশ

বাউফলে রাজনৈতিক বিরোধের জেরে কিশোর নির্যাতন, ভিডিও ভাইরাল

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১২:৪৮

বাউফলে রাজনৈতিক বিরোধের জেরে কিশোর নির্যাতন, ভিডিও ভাইরাল

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে অভি (১৫) ও শান্ত (১৫) নামে দুই কিশোরকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বগীর খাল তুলাতলা এলাকায় ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্র জানা যায়, ওই রাতে স্থানীয় মুদি ও চা বিক্রেতা মাহবুবের দোকানের বিদ্যুৎ মিটার ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। পরে দোকানদার ও তার সহযোগীরা অভি ও শান্তকে ধরে এনে রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালায়।

প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় কিশোরদের কাছ থেকে আগুন লাগানোর অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পাঁচ হাজার টাকার বিনিময়ে এই কাজ করার কথা স্বীকার করানোর চেষ্টা চলছে। একপর্যায়ে কিশোররা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুদ্দিন আলম রিজভীর নাম উল্লেখ করে।

পরে খবর পেয়ে বাউফল থানার এসআই ইব্রাহিম মোল্লা ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে থানায় নিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, আহত কিশোরদের কোনো চিকিৎসা না দিয়ে রাতভর ও পরদিন রাত ১০টা পর্যন্ত থানায় আটকে রাখা হয়।

এ বিষয়ে দোকানদার মাহবুব দাবি করেন, কেরোসিন দিয়ে মিটারে আগুন লাগানোর প্রমাণ মিলেছে এবং কিশোররা পুলিশের কাছেও স্বীকারোক্তি দিয়েছে। তবে অভিযুক্ত রিজভী দাবি করেন, ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে সাজানো নাটক এবং তিনি এতে জড়িত নন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, ‘তদন্তে আগুন লাগানোর প্রমাণ মেলেনি। দুই কিশোরকে তাদের আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

  • আরিফুল ইসলাম সাগর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপরাধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর