Logo

সারাদেশ

আশুলিয়ায় ছাত্রজনতা হতাহতের মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:১১

আশুলিয়ায় ছাত্রজনতা হতাহতের মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হতাহতের মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। 

এর আগে রোববার দিবাগত রাতে আশুলিয়ার চিত্রশাইল, কোন্ডলবাগ ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার কান্দাইল এলাকার সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (৪২), একই এলাকার কাশেম খানের ছেলে নূর মোহাম্মদ (৩৪), আশুলিয়ার কোন্ডলবাগ এলাকার হাজী কেরামত মিয়ার ছেলে আতাউর রহমান (৪৪) ও আশুলিয়ার ধলপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউনুস আলী ইমন (৩৭)। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতা-কর্মী বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চিত্রশাইল, কোন্ডলবাগ ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৪জন নেতাকর্মীতে গ্রেপ্তার করা হয়। যারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় এজাহার নামীয় আসামি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিল।  

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী হত্যা মামলার ৪ জন আসামিসহ বিভিন্ন মামলায় সর্বমোট ১৯জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।’

  • হাসান ভূঁইয়া/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থান হত্যা / খুন মামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর