সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:২৪
---2025-08-11T132330-68999a9eeb8b8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারা দেশে সাংবাদিক হত্যা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুয়াকাটা প্রেসক্লাব।
সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর প্রেসক্লাব মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তারা তুহিন হত্যার আসামিদের দ্রুত সময়ে ফাঁসি কার্যকরের দাবি জানান।
বক্তব্য দেন-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পটুয়াখালী জেলা সভাপতি মো. মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশীদ এবং কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।
বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে না। সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কারণে সারা দেশের সাংবাদিকরা হত্যা, নির্যাতন ও হামলার শিকার হচ্ছেন। তাঁরা অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।
এ সময় বক্তারা দেশের সব সাংবাদিককে মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সাংবাদিক সুরক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।
- এমআই