Logo

সারাদেশ

টাঙ্গাইলে পোল্ট্রির দূষণে ভোগান্তিতে শতাধিক পরিবার

Icon

সখীপুর (টাঙ্গাইল)

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:৪৬

টাঙ্গাইলে পোল্ট্রির দূষণে ভোগান্তিতে শতাধিক পরিবার

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর এলাকায় ঘনবসতি ও ফসলি জমির মাঝেই গড়ে ওঠা  একটি পোল্ট্রি খামারের বর্জ্য ও দূষণে দুর্ভোগ পোহাতে হচ্ছে শতাধিক পরিবারকে।

রোববার (১০ আগস্ট) সরেজমিনে দেখা যায়, খামার থেকে ছড়িয়ে পড়া মুরগির বিষ্ঠা আশপাশের কৃষি জমি যেমন নষ্ট করছে, তেমন তীব্র দুর্গন্ধে আশপাশের বাসিন্দারাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। পোল্ট্রি মালিক প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, প্রায় পাঁচ–ছয় বছর আগে বড়চওনা এলাকার জাকিয়া এন্টারপ্রাইজের মালিক জাহিদ হাসান তিন একর জমি কিনে খামার স্থাপন করেন। জমি কেনার সময় এলাকাবাসী পোল্ট্রি খামার না করার অনুরোধ জানালে তিনি বিস্কুট ফ্যাক্টরির কথা বলে পরবর্তীতে প্রভাবশালী মহলের সহায়তায় সেখানে পোল্ট্রি খামার চালু করেন।

ভুক্তভোগী আবদুস ছামাদ ও নজরুল ইসলাম বলেন, ‘খামারের বিষ্ঠা আমাদের জমিতে সরে এসে মাটিকে অনুর্বর করে দিচ্ছে, ফসল পচে যাচ্ছে।’

নুরুজ্জামান, ইদ্রিছ আলী, মনছুর আলী ও মোশারফ হোসেন আরো অভিযোগ করে বলেন, দুর্গন্ধ ও দূষণের কারণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয়েছে এবং বহুবার অনুরোধ করেও তারা প্রতিকার পাননি।

খামারের মালিক জাহিদ হাসান বলেন, ‘আমি এলাকাবাসীর ক্ষতি হওয়ার মতো কোনো কাজ করব না। পরিবেশবান্ধব ব্যবস্থা নেব এবং আশপাশের কাদামাটির রাস্তা নিজের অর্থে সংস্কার করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর