Logo

সারাদেশ

ফুলগাজীতে বিজিবি-পুলিশ অভিযানে ৬ মাদক কারবারি আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:৫১

ফুলগাজীতে বিজিবি-পুলিশ অভিযানে ৬ মাদক কারবারি আটক

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর ফুলগাজী সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ছয় মাদক চোরাকারবারী আটক হয়েছেন। এ সময় ভারতীয় মদ জব্দ করা হয়।

সোমবার (১১ আগস্ট) উপজেলার বসন্তপুর এলাকায় ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিজিবির সঙ্গে এই অভিযান চালায়।

স্থানীয়দের সহযোগিতায় আটক ছয়জনের কাছ থেকে তিন বোতল ভারতীয় ‘ম্যাজিক মোমেন্ট’ ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

আটকরা হলেন—পরশুরাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবদুল করিম, মমিন, রোমান, ইমন, হানিফ এবং ফুলগাজীর বসন্তপুর গ্রামের রবিউল হক।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি ও জনতার যৌথ তৎপরতা অব্যাহত থাকবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর