সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজাপুরে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:৫৫
ছবি : বাংলাদেশের খবর
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা চালানো ও দোষীদের ফাঁসির দাবিতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে রাজাপুর থানার সামনে ‘সম্মিলিত সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বহু সাংবাদিক হত্যার ঘটনা ঘটলেও অধিকাংশের বিচার হয়নি। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এমন হত্যাকাণ্ড ঘটছে। তারা তুহিন হত্যাসহ সাগর-রুনি ও সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন রাজাপুর প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান খান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ক্লাব সভাপতি রহিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী প্রমুখ।
এআরএস

