গাইবান্ধায় সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:৫৮
-6899b0b340244.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সোমবার (১১ আগস্ট) শহরের ডিবি রোডে বিএনপি নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য রওশন আরা ফরিদ।
বক্তব্য দেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন পল্টন, সচেতন নাগরিক নাজনীন আক্তার, ইউনুস আলী, রোস্তম আলী, সাদেকুল ইসলাম, মোশতাক আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা প্রমাণ করে, সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
আতিকুর রহমান/এআরএস