Logo

সারাদেশ

মৌলভীবাজারে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:১৫

মৌলভীবাজারে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে ছিল মাত্র ৫০০ টাকার জন্য হওয়া বিরোধ।

সোমবার (১১ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা জানান, গত ৯ আগস্ট সকালে নিজ ঘরে গলাকাটা অবস্থায় ছাত্রদল নেতা আব্দুর রহিম রাফির (২৬) মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দিনই গোপন সূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের ছোট ভাই রানাকে (১৬) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ড স্বীকার করে।

নোবেল চাকমা জানান, হত্যার আগে রাতে রানার কাছে টাকা চাইলে রাফি টাকা না দিয়ে গালাগাল করেন। ক্ষিপ্ত হয়ে রানার পরদিন সকালে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে বড় ভাইকে কোপাতে থাকে। হত্যার সময় ব্যবহৃত দা ও রক্তমাখা লুঙ্গি রানার ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও রাফির বিয়ের কারণে রানার সঙ্গে দ্বন্দ্ব ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যা সংঘটিত হয়। নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।

শাহরিয়ার খান সাকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর