Logo

সারাদেশ

পটিয়ায় অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:২৪

পটিয়ায় অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন আকবরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবার সম্পূর্ণ বাড়িঘর ও মূল্যবান সম্পদ হারিয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মালেক সওদাগরের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নুরুল আবছার, নুরুল হাকিম ও নুরুল ইসলামের পরিবারের বসতঘরে।

প্রত্যক্ষদর্শী মো. ইমরান হোসেন তুষার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে তিনটি ঘর পুড়ে যায়।

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ চক্রবর্তীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পূর্ণ আগুন নেভানোর পর জানা যাবে।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি ও বেসরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।

‎ইমরান হোসেন মুন্না/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর