Logo

সারাদেশ

সখীপুরে কৃষকের গোয়ালে আগুন, ঋণের টাকায় কেনা ৪ গরু পুড়ে ছাই

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:৩৩

সখীপুরে কৃষকের গোয়ালে আগুন, ঋণের টাকায় কেনা ৪ গরু পুড়ে ছাই

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের সখীপুরে কয়েলের আগুনে এক কৃষকের গোয়ালে থাকা চারটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার রাতে আড়াইপাড়া বেগ বাড়ির কৃষক শাহ আলমের গোয়ালে এ অগ্নিকাণ্ড ঘটে।

মশার কয়েল জ্বালিয়ে ঘুমানোর সময় আগুন লাগার কারণেই এই ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। পাশের বাড়ির লোকজন আগুন দেখে তাকে জানালে দ্রুত আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ঘটনায় গোয়ালের ছয়টি ঘরের মধ্যে চারটি গরু ভস্মীভূত হয়েছে। একটি গাভী ছিঁড়ে বের হয়ে আসতে সক্ষম হয়েছে, আরেকটি গরু আশপাশের লোকজন জবাই করেছে।

শাহ আলম বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে গরুগুলো কিনেছিলাম, আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল।’

সখীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ‘এ ধরনের ক্ষতি অত্যন্ত দুঃখজনক। খামারিদের আরও সচেতন হতে হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর