দেশের আইন-শৃঙ্খলা ও অর্থনীতি আগের চেয়ে উন্নতি হয়েছে : ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:৩৮
-6899b9fb6dee0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় বহুগুণে উন্নত হয়েছে।
রোববার (১০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডা এলাকার দারুল আকরাম মাদরাসায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন আমরা দায়িত্ব নিয়েছি তখন থানা-পুলিশ কার্যত অনুপস্থিত ছিল। ঢাকায় শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। একদিনে পরিস্থিতি স্বাভাবিক হয় না, কিন্তু এখন আইন-শৃঙ্খলা বহুগুণে উন্নত হয়েছে, অর্থনীতিও ভালো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতে সুন্দর একটি নির্বাচন আয়োজন করতে পারব। আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে, আমাদেরও আন্তরিকতার ঘাটতি নেই।’
এসময় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান, জেলা সভাপতি মুফতি মোবারক উল্লাহ, জ্যেষ্ঠ সহসভাপতি বোরহান উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি আলী আজম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মাজহারুল হক, মাওলানা জাকারিয়া খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিটন হোসাইন জিহাদ/এআরএস