Logo

সারাদেশ

বরিশালে টেক্সটাইল সায়েন্স কম্পিটিশনে সৃজনশীলতা ও গবেষণার নতুন দিগন্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:৫০

বরিশালে টেক্সটাইল সায়েন্স কম্পিটিশনে সৃজনশীলতা ও গবেষণার নতুন দিগন্ত

দেশের টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী ধারণা ও গবেষণার আগ্রহ বাড়াতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক)-এর সায়েন্স এন্ড রিসার্চ ক্লাব আয়োজিত করছে ‘SheSTEM presents টেক্সটাইল সায়েন্স কম্পিটিশন ২০২৫’। এতে দেশের শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতায় দুটি প্রধান বিভাগ থাকবে— Ink Wizards (আর্টিকেল রাইটিং প্রতিযোগিতা) এবং Innovation Video (টেক্সটাইল কেস সলভিং, ল্যাব মেশিনারি ভিডিও ইত্যাদি)। প্রতিযোগিতার পাশাপাশি প্যানেল আলোচনা, ইন্ডাস্ট্রি ভিজিট, ইন্টার্নশিপের সুযোগ, Yarn & Fabric Showcase এবং কুইজ সেগমেন্টও অনুষ্ঠিত হবে।

৩০ আগস্ট অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালে উপস্থিত থাকবেন দেশের স্বনামধন্য টেক্সটাইল বিশেষজ্ঞ মো. সালাউদ্দিন, হেড অফ অপারেশন বুনন, তারিকুল ইসলাম, ইউনিভার্সিটি অফ জর্জিয়ার ডক্টরাল রিসার্চার, ইঞ্জিনিয়ার আফসানা জাহান মিম (চেয়ারম্যান, AIFT), মো. আরিফুল ইসলাম (কান্ট্রি ম্যানেজার, এম Tex)সহ অন্যান্য বরেণ্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

বিজয়ীদের জন্য রয়েছে ৩০,০০০ টাকার সমমূল্যের এক্সক্লুসিভ গিফট, সার্টিফিকেট, টি-শার্ট, অনলাইন কোর্স এবং লাঞ্চ সুবিধা।

এ আয়োজনে স্পন্সর হিসেবে আছে— কিরন, টেক্সটাইল ফোকাস, সমকাল, টেক্সটাইল টুডেসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো এবং মিডিয়া পার্টনার বাংলাদেশের খবর।

সায়েন্স এন্ড রিসার্চ ক্লাবের মুখপাত্র জানান, ‘আমরা চাই শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানে নয়, উদ্ভাবনী চিন্তা ও ব্যবহারিক দক্ষতাতেও সমৃদ্ধ হোক। এই প্রতিযোগিতা তাদের সক্ষমতা প্রদর্শনের একটি অনন্য সুযোগ।’

নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত চলবে, সিলেকশন ২৫ আগস্ট এবং গ্র্যান্ড ফিনাল ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর