Logo

সারাদেশ

সোনাগাজীতে কিশোর অপরাধে গ্রেপ্তার ৬

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:৫১

সোনাগাজীতে কিশোর অপরাধে গ্রেপ্তার ৬

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর সোনাগাজী থেকে কিশোর অপরাধে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

রোববার রাতভর চালানো বিশেষ অভিযানে সোনাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের নেতৃত্ব দেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আসিফ (২৪), পিতা করিমুল হক, সোনাপুর; সৈকত (২০), পিতা নুর আলম, চর ডুব্বা; রাজু (২০), পিতা আব্দুল হক, চর লামছি; জাহেদ (২১), পিতা নুরুল আফছার, চর সোনাপুর; সাগর (১৯), পিতা রুবেল, দক্ষিণ সোনাপুর; তৌহিদুল ইসলাম প্রঃ শিপন (২১), পিতা নিজাম উদ্দিন, পূর্ব সুজাপুর।

তাদের নিকট থেকে দুইটি সুইচ গিয়ার টিপ ছোড়া, তিনটি ব্রেসলেট ও একটি সানগ্লাস উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও নানা অপরাধে জড়িত ছিল।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর