Logo

সারাদেশ

বগুড়ায় পুলিশ লাইন স্কুলের অফিসিয়াল খামে এখনও ‘মুজিব শতবর্ষ’ লোগো

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৬:০২

বগুড়ায় পুলিশ লাইন স্কুলের অফিসিয়াল খামে এখনও ‘মুজিব শতবর্ষ’ লোগো

ছবি : সংগৃহীত

ChatGPT said:

বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল চিঠিপত্রে এখনও ‘মুজিব শতবর্ষ’ লোগো যুক্ত খাম ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।

২০২০ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি দপ্তরগুলোতে এ ধরনের খাম ব্যবহৃত হলেও বর্তমানে সেটির ব্যবহার বন্ধ রয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে সরকারি আজিজুল হক কলেজে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে অফিসিয়াল খামটি হাতে পাওয়ার দাবি করেন। এতে ‘মুজিব ১০০’ লোগো স্পষ্ট দেখা যাচ্ছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কাজী মনজুরুল হক বলেন, ‘আমরা অনেক আগেই মুজিব শতবর্ষ লোগোযুক্ত খাম ব্যবহার বন্ধ করেছি। এটি হয়তো পুরোনো স্টক ব্যবহারের অংশ, তবে এটি বাহিরে কীভাবে গেছে জানা নেই।’

জুয়েল হাসান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর