Logo

সারাদেশ

কলাপাড়ায় কলাগাছের ভেলায় ভেসে বানভাসীদের সংবাদ সম্মেলন

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৬:২২

কলাপাড়ায় কলাগাছের ভেলায় ভেসে বানভাসীদের সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছের ভেলায় ভেসে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বানভাসী মানুষরা।

সোমবার (১১ আগস্ট) ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী তীর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে শতাধিক ভূক্তভোগী অংশ নেন।

বানভাসী প্রতিনিধি হালিমা আয়শা জানান, প্রায় ৪০ বছর ধরে পশ্চিম লোন্দা গ্রামের ২৫০টি পরিবার টিয়াখালী নদীর তীরবর্তী এলাকায় বসবাস করছে। নদীর তীরে বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর জোয়ারের পানিতে প্লাবিত হয় এলাকার প্রায় ২০০ একর কৃষি জমি, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা। বর্ষাকালে অনেকের চুলোয় জলেনা উনুন নষ্ট হয়, ফসল নষ্ট হয়, চলাচলের একমাত্র মাধ্যম হয় ভেলা বা নৌকা।

তিনি দ্রুত টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান যাতে বানভাসী মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি পায়।

কলাপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী সাদেকুর রহমান সাদিক বলেন, আবেদন পেলে বেড়িবাঁধ নির্মাণ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

মোজাহিদুল ইসলাম নান্নু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর