Logo

সারাদেশ

সোনারগাঁয়ে ৬ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:০১

সোনারগাঁয়ে ৬ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে র‍্যাব-১১। একই রাতে পিরোজপুর থেকে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

রোববার (১০ আগস্ট) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচকানি উপজেলার কান্দি এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করে র‍্যাব।

তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার ও দা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মেঘনা ব্রিজ টোলপ্লাজার আশপাশে যানজট সৃষ্টি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে ডাকাতি করত।

অপরদিকে, একই রাতে পিরোজপুরের বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। গাঁজা বহনকারী দুইজন পালিয়ে গেছে, তাদের ধরতে অভিযান চলছে।

র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আটককৃতদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সজিব হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর