চাঁপাইনবাবগঞ্জে ৮ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:৪৫
-6899d7e102344.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ চুরি হওয়া ৮টি মোটরসাইকেলসহ রাহাত আলী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
রোববার (১০ আগস্ট) রাতে তারাপুর-মোন্নাপাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাহাত দাদনচক আরাজী-চৌকা গ্রামের শামীম উদ্দীনের ছেলে।
সোমবার (১১ আগস্ট) অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৭ জুলাই গোমস্তাপুর উপজেলার শুক্রাবাড়ীতে দুই মোটরসাইকেল চোর সোহেল রানা (২৩) ও মো. শিহাব (২১) কে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রাহাতের তথ্য অনুযায়ী মোহাম্মদ আলীর বাড়ি থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। মোহাম্মদ আলীকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের ৮টি মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
বদিউজ্জামান রাজাবাবু/এআরএস