রিয়া মনি–ম্যাক্স অভির ডিএনএ পরীক্ষার দাবি হিরো আলমের

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:১৩
-6899de704c8b1.jpg)
ছবি : সংগৃহীত
স্ত্রী রিয়া মনি ও তার কথিত প্রেমিক ম্যাক্স অভির বিরুদ্ধে থানায় অভিযোগ এবং আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। পাশাপাশি তিনি দাবি করেছেন, তাদের শারীরিক সম্পর্কের বিষয়টি নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হোক।
সোমবার (১১ আগস্ট) দুপুরে মুঠোফোনে হিরো আলম বাংলাদেশের খবরকে বলেন, ‘ম্যাক্স অভি ও রিয়া মনি অবৈধ কাজ করেছে। তারা মিথ্যা কথা বলে রিয়া মনিকে নিয়ে গেছে। আমি তাকে এখনো ডিভোর্স দিইনি। যদি তারা কেবল বন্ধু হয়, তাহলে কক্সবাজারে একসঙ্গে রাত কাটানোর প্রয়োজন কী? আমি চাই, তাদের ডিএনএ পরীক্ষা করা হোক—তাতে সব পরিষ্কার হবে।’
তিনি জানান, অপহরণ ও মানহানির অভিযোগে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে বগুড়া সদর থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন এবং অন্যটি আদালতে দায়েরের প্রস্তুতি চলছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, অভিযোগের বিষয়টি তার জানা আছে। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত মাসে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। সে সময়ও তৃতীয় স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। তবে এক মাস না যেতেই আবারও তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। সম্প্রতি হিরো আলম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে অভিযোগ করেন, রিয়া মনি প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটিয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।
জুয়েল হাসান/এআরএস